ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

সড়ক দুর্ঘটনায় নিহত

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০১:৩৪ এএম

যশোরের ঝিকরগাছা উপজেলায় যশোর-বেনাপোল মহাসড়কে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রুহুল কুদ্দুস ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলিপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ভোর প্রায় পাঁচটার দিকে রুহুল কুদ্দুস তার নিজস্ব পিকআপ (যশোর-ন-১১-০৩৯৪) চালিয়ে পারবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টারপ্রাইজ নামক একটি দূরপাল্লার বাস (ঢাকা মেট্রো-ব ১২-৩৬৯৩) উল্টো পথে এসে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় রুহুল কুদ্দুস ঘটনাস্থলেই নিহত হন।