জামালপুরে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল সোমবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সরিষাবাড়ী উপজেলার সানাকৈর এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ (৩০), একই উপজেলার উচ্চগ্রামের শরিফ আহমেদের স্ত্রী আরিফা আক্তার পলি (২৫), জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে চাঁন মিয়া (৬২) ও এক অজ্ঞাত নারী।
প্রাথমিকভাবে ৭ জন আহতকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফা আক্তার পলি ও অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করা হয়। পরে চাঁন মিয়ারও মৃত্যু হয়। আহতদের মধ্যে শিশু আরশকে (৭) ময়মনসিংহ মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে মধুপুরগামী একটি কাভার্ড ভ্যান ইপিজেড এলাকা অতিক্রমের সময় বিপরীত থেকে দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ নামে এক যাত্রী মারা যান। এ সময় অন্য যাত্রীরা আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর মারা যান সরিষাবাড়ী উপজেলার উচ্চগ্রামের বাসিন্দা ও সরকারি আশেক মাহমুদ কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আরিফা খাতুন, জামালপুর সদর উপজেলার তিতপল্লা গ্রামের কৃষক চাঁন মিয়া ও অজ্ঞাত পরিচয়ের এক নারী।
এ ঘটনায় অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটিকে আটক করে স্থানীয়রা। তবে পালিয়ে যায় ভ্যানটির চালক ও হেলপার।
জামালপুর থানার ওসি নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

