ভোটের নিরাপত্তা নিশ্চিতে সারা দেশকে তিনটি জোনে ভাগ করা হচ্ছে। জোনগুলো হলোÑ রেড, ইয়েলো ও গ্রিন। ভোটের সময় নিরাপত্তাব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল রোববার নির্বাচন সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। এর আগে তিনি কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েকের সঙ্গে বৈঠক করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইসি সচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও জানতে চান সফররত মহাসচিব। জবাবে বলেছি, সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিনÑ এ তিন জোনে ভাগ করা হচ্ছে। সে অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে। বৈঠকে কমনওয়েলথ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে কী কী সহায়তা লাগবে, সেসবও জানাতে বলেছেন। প্রয়োজন হলে সহায়তা চাওয়া হবেÑ যোগ করেন আখতার আহমেদ।
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তপশিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য বিভিন্ন সংস্থা ও বিদেশি কূটনৈতিকদের সঙ্গেও ভোটের আলোচনা করছে সংস্থাটি।
দেশি ৮০ পর্যবেক্ষক সংস্থার সঙ্গে বৈঠক কাল : এদিকে নির্বাচন সামনে রেখে কাল মঙ্গলবার দেশি ৮০ পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ইসি। ইসি সূত্র জানায়, ৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডাকছে কমিশন। মঙ্গলবার সকাল ও বিকেল দুই পর্বে সংলাপ অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে ইসি এরই মধ্যে সুশীল সমাজ, শিক্ষাবিদ, নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেতৃত্ব, রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে সংলাপ করেছে।
কমনওয়েলথ মহাসচিবকে নির্বাচনের অগ্রগতি জানালেন সিইসি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতির অগ্রগতি সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়েকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
গতকাল রোববার নির্বাচন ভবনে সিইসির সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অগ্রগতি, প্রবাসীদের ভোট প্রক্রিয়াসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ।
এক ঘণ্টার বৈঠক শেষে সচিব জানান, একই দিনে গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের জন্য বাড়তি দায়িত্ব বলে মনে করে কমনওয়েলথ। তবে ইসি যে প্রস্তুতি নিয়ে এগোচ্ছে, তা দেখে আশাবাদ ব্যক্ত করেছেন কমনওয়েলথ মহাসচিব বলেও জানান ইসি সচিব। প্রবাসীদের ভোটের আওতায় আনার সুযোগ করে দেওয়ায় ইসিকে ধন্যবাদ জানানোসহ এআই অপব্যবহারে সতর্ক করেছে। নির্বাচন-ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনের উদ্যোগ জানতে চেয়ে কমনওয়েলথ প্রচার-প্রচারণার ওপর জোর দিয়েছে। নারী ভোটার অংশগ্রহণ ও ভোটার তালিকা সংশোধন নিয়ে ইসির প্রশংসা করে কমনওয়েলথ। তবে কমনওয়েলথ এখনো পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় নিয়ে নির্দিষ্ট কিছু জানায়নি বলে মন্তব্য করেন সচিব।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ইসি জানান, সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিনÑ এই তিন জোনে ভাগ করা হচ্ছে। সে অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে। নির্বাচনে সব ধরনের সহযোগিতা করতে কমনওয়েলথ প্রস্তুত রয়েছে বলে ইসিকে আশ্বস্ত করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন