আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের নির্বাচনি প্রচারণা তুঙ্গে পৌঁছেছে। তার নির্বাচনি টিম সকাল-গভীর রাত পর্যন্ত ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে মাঠে-মহল্লা, গ্রাম-গঞ্জে ব্যস্ত সময় পার করছে। চলছে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, পথসভা ও নির্বাচনি মিছিল। সৈয়দ মো. ফয়সলের নেতৃত্বে বিএনপির কর্মী-সমর্থকরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন। বিশেষভাবে তরুণ প্রজন্ম ও প্রথমবারের ভোটারদের মধ্যে তার প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে। তারেক রহমানের রাষ্ট্র গঠনে ৩১ দফা নির্বাচনি অঙ্গীকারে স্থান পেয়েছে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, দারিদ্র্য বিমোচন, শিল্পায়ন, তরুণ উদ্যোক্তা সৃষ্টিসহ মানবসম্পদ উন্নয়ন। চুনারুঘাট ও মাধবপুরের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, জনগণ পরিবর্তন চায়। তারা এবার এমন একজন প্রতিনিধিকে বেছে নিতে চান, যিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করবেন। অনেকেই মনে করছেন, বিএনপি এবার এমন একজন প্রার্থীকে মনোনীত করেছে, যিনি দলীয় ও ব্যক্তিগত ভাবমূর্তিতে সর্বজন গ্রহণযোগ্য। চুনারুঘাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান বলেন, ‘সৈয়দ মো. ফয়সল শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন সমাজসেবক ও দূরদর্শী মানুষ। তার রাজনৈতিক চিন্তাভাবনা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। নির্বাচিত হলে তিনি মাধবপুর-চুনারুঘাটকে একটি আধুনিক জনপদে রূপ দিতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
চুনারুঘাটের বাসিন্দা প্রফেসর মোজাম্মেল হক তালুকদার বলেন, ‘ফয়সল একজন শিক্ষিত, ভদ্র ও পরিশ্রমী মানুষ। তার পরিবারের ইতিহাসই জনগণের সেবার ইতিহাস। আমি দেখেছি, তিনি ব্যক্তিগত লাভ-লোকসান না ভেবে মানুষের কল্যাণে কাজ করেন। এই জনপদের মানুষ এখন এমন একজন নেতার অপেক্ষায় আছে, যিনি দল-মত নির্বিশেষে সবার পাশে দাঁড়াবেন। মাঠের যে সাড়া আমরা পাচ্ছি, তাতে মনে হচ্ছে এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকের জয় অবধারিত।’
মাধবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী বলেন, ‘আমরা দেখেছি ফয়সল ভাই মাঠের মানুষ। তার নির্বাচনি প্রচারণায় নেতাকর্মীদের মধ্যে অদম্য উদ্দীপনা কাজ করছে। ইউনিয়ন, ওয়ার্ড-শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সবাই ধানের শীষের পক্ষে কাজ করছে। তিনি সৎ, যোগ্য ও আদর্শবান একজন প্রার্থী। ইনশাআল্লাহ, এবারের নির্বাচনে লাখো ভোটের ব্যবধানে তিনি সিলেট বিভাগে সর্বোচ্চ ভোট পেয়ে ইনশাল্লাহ বিজয়ী হবেন।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন