বগুড়ার শাজাহানপুরে গাঁজাসহ হাফ ডজন মামলার আসমিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার সুজাবাদ সড়কপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেনÑ উপজেলার সুজাবাদ সড়কপাড়া গ্রামের মৃত মোজাফ্ফর আলীর ছেলের গাঁজা ব্যবসায়ী মো. মামুন মিয়া (৪৬), তার স্ত্রী মোছা. মনজিলা খাতুন (৪০) এবং মামুনের শ্যালিকা মোছা. মরজিনা বেগম।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুজাবাদ সড়কপাড়া গ্রামের বাড়ি থেকে মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তার স্ত্রী ও শ্যালিকাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে ছয়টি মামলা বিচারধীন। এ ছাড়া তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা রয়েছে বলে জানান ওসি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন