এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে ৫-০ গোলে বিধ্বস্ত করে নিজেদের মিশন শুরু করেছে লাল-সবুজের কিশোররা। এ গ্রুপে আজ তাদের প্রতিপক্ষ ব্রুনাই দারুসসালাম। চীনের চংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
এ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও স্বাগতিক চীন নিজেদের প্রথম ম্যাচ শেষ করেছে। প্রত্যেকেই একটি করে ম্যাচ জিতে পেয়েছে সমান ৩ পয়েন্ট করে। এখনো শূন্য হাতে ব্রুনাই দারুসসালাম, বাহরাইন ও পূর্ব তিমুর। এশিযান কাপের মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে পাড়ি দিতে হবে অনেক দূর। সেটা ভালো করেই জানে কোচ গোলাম রব্বানীর শিষ্যরা। ব্রুনাইয়ের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কাল স্থানীয় সময় দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুশীলন করে বাংলাদেশ দল। আগের ম্যাচে যারা খেলেছে, তাদের জন্য ছিল কেবল রিকভারি সেশন। অনুশীলন শেষে ডিফেন্ডার ইকরামুল ইসলাম বলেন, ‘আমরা প্রথম ম্যাচ পূর্ব তিমুরের সঙ্গে আশানুরূপ ফল করেছি। এরপর গ্রুপের চার দলের দুটি ম্যাচ আমরা দেখেছি। আমাদের সামনে এখন যেসব ম্যাচ রয়েছে, ওই ম্যাচগুলো ভালো খেলে টুর্নামেন্ট শেষ করতে চাই। আমরা রিকভারি ও অনুশীলন করেছি এবং এখানকার ঠান্ডা আবহাওয়ার সঙ্গে বেশি মানিয়ে নিয়েছি।’ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ জিতলেও ব্রুনাই ০-৪ গোলে হেরেছে শ্রীলঙ্কার কাছে। প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে জানতেই ওই ম্যাচে চোখ ছিল বাংলাদেশের। দলের ম্যানেজার সামিদ কাশেম দলের প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে বলেন, ‘প্রথম ম্যাচে আমরা পূর্ব তিমুরকে হারিয়েছি। ছেলেরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আমরা এখন গ্রুপের শীর্ষে রয়েছি। এখানে সবকিছু খুব ভালো আমাদের। কালকের (আজ) ম্যাচে ব্রুনাইয়ের সঙ্গে আশা করি জিতব।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন