রাজশাহীতে জমিজমা ও পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মী নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর আলীগঞ্জ পূর্বপাড়ায় দুর্বৃত্তরা তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই কর্মীর নাম শান্ত (২৬)। তিনি আলীগঞ্জ পূর্বপাড়ার হাসনাতের ছেলে। সংগঠনের এক নেতা শান্তর পরিচয় নিশ্চিত করেছেন।
রামেক হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই শান্তর মৃত্যু হয়। তার শরীরের একাধিক স্থানে গভীর জখম ছিল বলেও তিনি জানান।
ঘটনার পর পরিবারের পক্ষ থেকে রাজপাড়া থানায় হত্যা মামলা করা হয়েছে। মামলায় তিন আসামির মধ্যে ১ নম্বর আসামি রিপনকে (৪৩) গতকাল বৃহস্পতিবার ভোরে বাঘার নারায়ণপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। রিপন রাজপাড়া থানার বসুয়া এলাকার বাসিন্দা।
রাজপাড়া থানার ওসি আব্দুল মালেক বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার পর প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন