ভারতে অনূর্ধ্ব-২১ (জুনিয়র) হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন বাংলাদেশের সাড়া জাগানো ডিফেন্ডার আমিরুল ইসলাম। এই যুব হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। গত বুধবার ভারতের চেন্নাইয়ে ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারায় তারা। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। পরবর্তী সময়ে টাইব্রেকে চ্যাম্পিয়ন হয় জার্মানি। স্বাগতিক ভারত আর্জেন্টিনাকে হারিয়ে ব্রোঞ্জ জেতে। বাংলাদেশ ১৭তম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে। মাদুরাই থেকে আবার চেন্নাইয়ে ফিরেছে ফাইনাল দেখতে। বাংলাদেশের অন্য খেলোয়াড়দের জন্য শুধু ফাইনাল দর্শন হলেও আমিরুলের জন্য ছিল বিশেষ স্বীকৃতি।
চ্যাম্পিয়ন, রানার্সআপ দলের ট্রফির পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কার দিয়েছে এফআইএইচ। আমিরুল সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হিসেবে ২ হাজার ডলার পেয়েছেন। বাংলাদেশের আমিরুল ছয় ম্যাচে ১৮ গোল করেন। এর মধ্যে ৫টি হ্যাটট্রিক এবং চার ম্যাচে সেরা হয়েছেন। আমিরুলের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি হকি তো বটেই, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ এক স্বীকৃতি। ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে সাকিব আল হাসান বল ও ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন। টুর্নামেন্ট-সেরা হওয়ার অন্যতম দাবিদার হলেও শেষ পর্যন্ত তিনি এই পুরস্কার পাননি। বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনায় বলাই যায়, হকির সাকিব আল হাসান হলেন আমিরুল ইসলাম।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন