সময়ের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন সম্প্রচারের পরপরই চরম এক ঝুঁকির মুখে পড়েছে। নির্মাতা কাজল আরেফিন অমি চমকে দেওয়ার মতো নির্মাণ দিয়ে দর্শক হৃদয় জয় করলেও এবার তাকেই লড়তে হচ্ছে নির্মম পাইরেসির বিরুদ্ধে।
নাটকের পর্বগুলো অনুমতি ছাড়া অনলাইনে ছড়িয়ে পড়ছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অমি।
এক পোস্টে তিনি জানান, বিনা অনুমতিতে যারা নাটকটির ভিডিও আপলোড বা পাইরেসি করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।
পাইরেসির বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানের কথা জানিয়ে সবাইকে সতর্কও করেছেন।
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, লালিমা লাম ও ফারিয়া শাহরিনসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :