শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:২৩ এএম

মেহেদী হাসান

খোঁজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:২৩ এএম

খোঁজ

এ শহরে খোঁজ নেওয়া হয়নি জোনাকির
সোডিয়ামের আলোয় ভুলেছি তার ক্ষীণ আলো।
খোঁজ নেওয়া হয়নি শালিকের
যার সদ্য গড়া বাসা ভেঙেছে বিল্ডার।
রাস্তার ধারে শতবর্ষী কৃষ্ণচূড়ার আজ বেহাল দশা
লোহার পেরেকে ক্ষতভরা শরীর
হাত উঠানো ব্যানার ফেস্টুনে দমবন্ধ প্রায়।
তবুও জুড়িয়ে যাচ্ছে প্রাণ, লুঙ্গি-ধুতি, কোট টাই পড়া মানুষের। 
খোঁজ নেয়নি সেই বাগ্মীস নেতা
তার ছায়াতলে করেছিল পথসভা।
এ শহরে খোঁজ নেওয়া হয়নি কাকদের
নিপেশ কালো কুশ্রী বলে গালি দেই যারে
সেই করছে সাঁফ অযাচিত জঞ্জাল শহরের।
খোঁজ নেওয়া হয়নি গলির বন্ধুসুলভ কালু নামের কুকুরের-
মোড়ে চায়ের আড্ডায় ঢ্যাবঢ্যাব চোখে তাকিয়ে থাকে মুখপানে
যদি মন গলল তবে ওর কপালে পাউরুটি।
ওটাই শেষ! বাদলা রাতে কোথায় ঘুমায় জানে না কেউ।
অথচ অচেনা কেউ গলিতে এলে 
গলা খেকড়িয়ে জানান দেয়
বদ মতলবে এ মহল্লায় ঢোকা নিষেধ। 
নেহাত কুকুর বলে-দায়সারা সবাই ওর বেলায়, 
মানুষ হলে এই অবজ্ঞা পেলে কবেই যেত চলে।
খোঁজ নেওয়া হয়নি স্রোতস্বীনির
মোগল থেকে ব্রিটিশ, বাণিজ্য তরী থেকে রাজপ্রাসাদ 
ইতিহাস বলে জনপদের সবটা স্রোতস্বীনির দয়ান্বিতা।
সেই তারে রেখেছ ভাগাড় করে 
ফুরিয়ে ফেলেছ তার যৌবন।
অভিশাপ আর কত নিবি
খোঁজ নে.. ওরে খোঁজ নে। 
খোঁজ নেওয়া হয়ে ওঠে না 
আফসোস বাড়ে মনে,
খবরের পাতায় পড়ছি রোজই তোমরা আর বেশিদিন থাকছ না এ জনপদে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!