বন্যার কারণে স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় স্থগিত হওয়া এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে শিক্ষা বোর্ডের আওতায় থাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। গতকাল রোববার কুমিল্লা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
বোর্ড সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ১০ জুলাইয়ের স্থগিত পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র (১৭৪), হিসাববিজ্ঞান ১ম পত্র (২৫৩) এবং যুক্তিবিদ্যা ১ম পত্র (১২১) বিষয়গুলোর পরীক্ষা আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
এর আগে বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। অন্য আটটি সাধারণ বোর্ডে ওই তারিখের এইচএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।
আপনার মতামত লিখুন :