উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি তাদের ‘জুলাই পদযাত্রা’র কর্মসূচি সাময়িক স্থগিত করেছে। সংগঠনের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত গতকাল সোমবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানান। বার্তায় বলা হয়, ‘এরই মধ্যে জরুরি সেবা কার্যক্রম পরিচালনার জন্য চিকিৎসকদের একটা টিম গঠন করেছে এনসিপি। একই সঙ্গে, ‘জুলাই পদযাত্রা’র সোম ও মঙ্গলবার ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের সব কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ ২০ জন নিহত এবং ১৭০ জন আহত হয়েছে। আহতদের বিমানবাহিনীর উড়োজাহাজ ও অ্যাম্বুলেন্সযোগে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে।
আইএসপিআর বলছে, দুর্ঘটনার কারণ উদঘাটনে বিমানবাহিনী একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষে দুর্ঘটনার বিস্তারিত জানানো হবে।