সিলেটের রাস্তায় ফের আন্দোলনে নামে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটের রাজপথে নামে শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে তারা সিলেটের রাজপথে শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে আসরের নামাজ আদায় করে এবং নামাজ পরবর্তী সময়ে তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চেয়ে মোনাজাত করে। ওই সময় অনেক যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।
এর আগে, গতকাল বিকেলে সিলেটের রাজপথে নামে শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে তারা সিলেটের রাজপথে মিছিল করে এখন শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে।
গতকাল বিকেলের দিকে ঢাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়লে তাদের লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন সংবাদ ছড়িয়ে পড়লে সিলেটের এইচএসসি পরীক্ষার্থীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। তারা মিছিল নিয়ে সিলেট শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীরা বিকেল ৪টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে। তারা রাস্তায় বসে, দাঁড়িয়ে এবং শুয়ে মিছিল দিতে থাকে। এ সময় রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
রাস্তায় অবস্থান নেওয়া শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলে, ‘এত বড় দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছে। গোটা দেশ এবং বিশ্ব যখন শোক প্রকাশ করছে, তখন আমাদের শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের বড় কর্তারা সিদ্ধান্তহীনতায় ভোগেন। কখন কী পদক্ষেপ নিতে হবে তারা জানেন না। এত বড় শোক বুকে নিয়ে আমরা কীভাবে পরীক্ষায় বসতাম? তারা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানায় রাত ৩টার সময়। অথচ চরম হতাশা নিয়ে অনেক শিক্ষার্থী তবু বাধ্য হয়ে তখন কেন্দ্রে যাওয়া প্রস্তুতি নিচ্ছিলেন।’
অপর এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের অনেকে কেন্দ্রে গিয়ে জেনেছেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে। এমন শিক্ষা উপদেষ্টা আমরা চাই না। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’ মোগলাবাজার থানার ডিউটি অফিসার বেবী রানী বলেন, ঘটনাস্থলে পুলিশের ডিসি, মোগলবাজার থানার ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। তারা সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

 
                             
                                    
                                                                 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                    -20251031020255.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন