শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ১১:৫১ পিএম

বাউয়েটের নতুন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ১১:৫১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বাউয়েট, কাদিরাবাদ, নাটোর বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। গত ২১ জুলাই এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রাক্তন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.), রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল কেএফএ সোহেল (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার (অ্যাডমিন এবং একাডেমিক), শিক্ষকম-লী ও কর্মকর্তারা।

নবনিযুক্ত উপাচার্য বাউয়েটে যোগ দেওয়ার আগে আর্মি অ্যাভিয়েশন মেইনটেন্যান্স ওয়ার্কশপে উইং কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দীর্ঘদিন বিবিবি বিভাগে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর বাংলাদেশ বিমানবাহিনী থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি অ্যাভিয়েশনের বেল-২০৬ এল-৪ হেলিকপ্টার এবং কাসা সি-২৯৫ বিমানের ওপর বৈদেশিক প্রশিক্ষণপ্রাপ্ত একজন প্রকৌশলী। তিনি আর্মি অ্যাভিয়েশনে প্রকৌশলীদের প্রশিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি ইলেক্টো মেডিকেল বিষয়ে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

তিনি শিক্ষাগত জীবনে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফলাফলের পাশপাশি কুয়েট থেকে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান এবং বুয়েট থেকে প্রথম শ্রেণিতে এমএসসি ইঞ্জিনিয়ারিং (সিঅ্যান্ডই) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) উচ্চতর গবেষণা করছেন।

জাতিসংঘ মিশনে দুবার মোতায়েনসহ তিনি দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষণ, নিরীক্ষণ ও প্রেষণে নিয়োজিত ছিলেন। দেশের বাইরে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, স্পেন, সংযুক্ত আরব আমিরাত, মিসর, কেনিয়া, মালি, ইথিওপিয়া, ইরিত্রিয়া এবং তুরস্ক সফর করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক কন্যার বাবা। নবনিযুক্ত উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য সবার সহযোগিতা কামনা করেন।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!