রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১২:৫২ এএম

বললেন ছাত্রদল সভাপতি

কাঁটার পরিবর্তে ফুল দিলাম এনসিপিকে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১২:৫২ এএম

কাঁটার পরিবর্তে ফুল  দিলাম এনসিপিকে

পূর্বঘোষিত কর্মসূচি শহিদ মিনার থেকে শাহবাগ মোড়ে সরিয়ে নিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘কাঁটার পরিবর্তে ফুল’ দিয়েছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অন্যদিকে এমন সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুক পোস্টে ছাত্রদলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। 

গতকাল বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি বলেন, ‘আমরা চাইলে সমাবেশটি ঘোষিত স্থানেই করতে পারতাম। কিন্তু আমরা উসকানির বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম। আমরা মনে করি, অকারণ উত্তেজনা ছড়ানোর বদলে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলাম।’ 

এ ঘটনা বাংলাদেশের ছাত্ররাজনীতির ইতিহাসে শান্তি, সম্প্রীতি, উদারতা ও সৌহার্দের অনন্য নজির হয়ে থাকবে মন্তব্য করে ছাত্রদল সভাপতি বলেন, ‘যারা অভ্যুত্থানের একক মালিক হয়ে উঠতে চাইছেন, এই উদারতার পর তারা নিজেদের সম্বিত ফিরে পাবেন।’ 

রাকিব বলেন, ‘এ ধরনের একটি কর্মসূচি ঘোষণার পর, সব প্রস্তুতি সম্পন্ন করার পরও কর্মসূচিটি ভিন্ন কোনো স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ। কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যেন কোনো জনভোগান্তি তৈরি না হয়, সমাবেশটি শহিদ মিনারে করতে চাওয়ার এটিও ছিল একটি অন্যতম কারণ। তাছাড়া আমরাই যেহেতু কর্মসূচিটি প্রথমে ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি, তাই ওই স্থানে সমাবেশ করার আমরাই একমাত্র বৈধ দাবিদার। তার পরও উদার, গণতান্ত্রিক ও সহাবস্থানে বিশ্বাসী সংগঠন হিসেবে জাতীয় নাগরিক পার্টির অনুরোধ বিবেচনায় নিয়ে সমাবেশের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।’ 

ছাত্রদলের সভাপতি আরও বলেন, ‘পূর্বঘোষিত ধারাবাহিক কর্মসূচির মধ্যে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ। জুন মাসেই ঘোষিত এই কর্মসূচি পালনের জন্য আমরা ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদন করি। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে আমাদের ৩ আগস্ট  শহিদ মিনারে ছাত্র সমাবেশের অনুমতি প্রদান করা হয়। তবে আমাদের কর্মসূচি ঘোষণার কয়েক দিনের মধ্যে জাতীয় নাগরিক পার্টিও একই দিনে একই স্থানে সমাবেশ করার কথা আমরা প্রথমে গণমাধ্যম মারফত অবগত হই। পরে নাগরিক পার্টির নেতারা ব্যক্তিগতভাবে বারবার আমাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানান। এ বিষয়ে আমাদের সিনিয়র নেতাদের সঙ্গেও তারা যোগাযোগ করেন।’ 

তিনি আরও বলেন, ‘আজকের বার্তাটা খুবই পরিষ্কার। আমরা আগামী দিনে দেশের শিক্ষাঙ্গনগুলোতে ইতিবাচক ধারার গণতান্ত্রিক, শান্তিপূর্ণ সহাবস্থানের, পরস্পর শ্রদ্ধাপূর্ণ, সৌহার্দমূলক, পলিসিনির্ভর ছাত্ররাজনীতি করতে চাই। এই পথে উদারতা ও পরমতসহিঞ্চুতাই হবে বাংলাদেশি জাতীয়তাবাদী ধারার রাজনৈতিক শক্তির পাথেয়।’ 

অন্যদিকে ছাত্রদলের এমন সিদ্ধান্তে সারজিস আলম তার ফেসবুক পোস্টে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘আমাদের অনুরোধের প্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।’ 
সারজিস বলেন, ‘আমরা বিশ্বাস করি, পারস্পরিক সৌহার্দ ও সহাবস্থানের মধ্য দিয়ে এভাবেই আগামী বাংলাদেশে জনগণের কাক্সিক্ষত গণতন্ত্রের উত্তরণ ঘটবে।’

গতকাল বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমাবেশের স্থান পাল্টানোর কথা জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র সহসভাপতি  আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!