সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, স্থানীয় জনগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টার অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে সাধারণ যাত্রী ও চালকরা চরম দুর্ভোগে পড়েন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে রেখে যাওয়া ২২৫ একর জায়গা বরাদ্দ করে প্রায় ৯ বছর আগে ২০১৬ সালের ২৬ জুলাই প্রতিষ্ঠা পায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। বর্তমানে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সংগীত ও ব্যবস্থাপনা নামে পাঁচটি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ২০০। ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী রয়েছে প্রতিষ্ঠানে।
বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা বলেন, ‘৯ বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস, ভবন ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হয়নি। সরকারের অবহেলায় আজও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) অনুমোদিত হয়নি। ঢাকার বাইরের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বলে কি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সরকারের নজরে আসছে না?’
বক্তারা আরও বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদন নিয়ে সরকারের অবহেলা ও কালক্ষেপণে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ শাহজাদপুরবাসী হতাশ ও ক্ষুব্ধ। এই কারণে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের সব কর্মসূচি বর্জন করে আন্দোলন শুরু করা হয়েছে।
বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে তারা মানববন্ধন, প্রতীকী ক্লাস, প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। আন্দোলনের একাদশ দিনে এসেও শিক্ষক-শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে রোদ-বৃষ্টি উপেক্ষা করে রাজপথে দাঁড়িয়ে তাদের ন্যায্য দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন।
আপনার মতামত লিখুন :