আওয়ামী লীগ আকাশ-কুসুম স্বপ্ন দেখছে, তারা পরাশক্তিকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চাচ্ছে, কিন্তু তাদের আকাশ-কুসুম স্বপ্ন কখনো বাস্ববায়ন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খান।
গতকাল শনিবার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩ম মৃত্যবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি মতিন চৌধুরীর স্মৃতিচারণ করে বলেন, আধুনিক রূপগঞ্জ ও পুর্বাচল উপশহরের স্বপ্নদ্রষ্ট্রা ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী। রূপগঞ্জের মানুষ এই পূর্বাচল উপশহর গড়ার বিরোধিতা করেছিলেন, তারা বুঝতেই পারেননি এই পূর্বাচল একদিন আধুনিক শহর হবে। আজ পূর্বাচল ঘিরেই আশপাশের এলাকায় কতশত উন্নয়নের মহাযজ্ঞ চলছে। অথচ উপজেলার কোনো স্থাপনায় মতিন চৌধুরীর নামফলক বা স্বৃতিচিহ্ন নেই।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে জিম্মি করে অর্থ পাচার ও লুটপাট করেছে শেখপরিবার, কিন্তু সেই চেতনা তারা বাস্তবায়ন করেনি। বিগত সময়ে তারা পরিবারতন্ত্র কায়েম করেছে। আর পরিবারতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আগামী নির্বাচনে বিএনপি দল গঠন করে মানুষের অধিকার নিশ্চিত করবে। ইতিহাস কখনো ক্ষমা করে না। আওয়ামী লীগ তাদের কুকর্মের জন্য আস্তাকুড়ে নিক্ষেপিত হয়েছে, তবু তাদের অনুশোচনা নেই।
ড. মঈন বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, বিএনপি সব সময় ধৈর্য্যরে রাজনীতির শিক্ষা দেয়। রাজনীতিতে সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করাই বিএনপির লক্ষ্য। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে অতীতের মতো নীতির সঙ্গে কখন আপস করবে না।
স্মরণসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন, জেলা যুদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি শাহিন মিয়া, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হামিদুল হক খান প্রমুখ।
আপনার মতামত লিখুন :