হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোলপ্লাজা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার ডোলনা গ্রামের আয়ুব আলীর ছেলে মো. জমির হোসেন (৩৫) ও মহদিরকোনা গ্রামের মো. আবু তাহের মিয়ার ছেলে মো. শামীম মিয়া (২৪)।
র্যাব সূত্র জানায়, র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করছিল। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোলপ্লাজার ১ নম্বর টোল বক্সের পাশে পাকা সড়কের ওপর পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুজন গ্রেপ্তার হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন