শ্বাসকষ্ট নিয়ে সন্তানসহ হাসপাতালে ভর্তি রয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সন্তানসহ পরীমণিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, পরীমণির রয়েছে শ্বাসকষ্ট আর তার ছেলে জ্বরে আক্রান্ত। পরীমণির ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, শ্বাসকষ্টের সমস্যায় নির্দিষ্ট সময় পরপর পরীমণিকে নেবুলাইজ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
গতকাল রোববার শ্বাসকষ্ট থেকে মুক্ত হলেও পরীমণি এখন প্রচ- জ্বরে ভুগছেন। শরীরে ব্যাথাও আছে। চিকিৎসকেরা ওষুধ দিয়েছেন। তবে পরীমণিকে আরও কয়েকটা দিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতালে যে খুব একটা ভালো নেই, তা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন পরীমণি। তিনি ফেসবুকে লেখেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’। পোস্টের শেষে পরীমণি যুক্ত করেছেন, ‘বিস্তারিত আসছে’।
পরীমণি শিগগিরই ‘গোলাপ’ নামের একটি সিনেমার শুটিং শুরু করবেন। এতে তিনি অভিনয় করবেন নিরবের বিপরীতে। নিরব ও পরীমণি জুটির প্রথম চলচ্চিত্র ‘গোলাপ’ এর পরিচালক সামছুল হুদা।
সামছুল হুদা জানান, রাজনৈতিক থ্রিলারের গল্পে ছবিটি নির্মিত হবে। এর আগে পরীমণি ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। কয়েক দফায় এর শুটিং হয়েছে। সিনেমাটিতে পরীমণির নায়ক সাইমন সাদিক। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন