ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

যাত্রাবাড়ীতে আসাদ হত্যা মামলা মাই টিভির চেয়ারম্যান  ৫ দিনের রিমান্ডে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০২:০২ এএম

রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদ হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন মাই টিভি’র চেয়ারম্যান নাসির উদ্দিন সাথির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত গতকাল সোমবার বিকেলে এ আদেশ দেন। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

শুনানিতে তদন্ত কর্মকর্তা জানান, এই হত্যার ঘটনায় নাসির উদ্দিনের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ আছে। এ ছাড়া মাই টিভির দায়িত্বশীল পদে থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া ও তা প্রচার করতে থাকেন। এতে অতি উৎসাহিত হয়ে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকা-ে মেতে ওঠে। যাত্রাবাড়ী চৌরাস্তায় আসাদুল হক বাবু হত্যায় সাথি ছাড়াও আরও যারা জড়িত আছে তাদের বিষয়ে তথ্য জানতে রিমান্ড প্রয়োজন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। 

আসামি পক্ষের আইনজীবী তাকে নিরপরাধ দাবি করে রিমান্ড বাতিল চান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের এই আদেশ দেন।  
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ উদ্দিন আহমেদ বলেন, আজকে (গতকাল) বিজ্ঞ আদালতে আসামি মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনকে হাজির করে। আসাদ হত্যা মামলায় তিনি ২২ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলার তদন্ত কর্মকর্তা তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনের প্রার্থনা অনুযায়ী হত্যা মামলায় তিনি সুনির্দিষ্টভাবে জড়িত আছেন। আমরা দেখলাম বিগত সরকারের আমলে ফ্যাসিস্ট সরকারকে প্রত্যক্ষভাবে মদদ দিয়ে অপকর্ম করেছেন। বিজ্ঞ আদালত আমাদের কথায় সন্তুষ্ট হয়ে আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করছেন। আসামি পক্ষের আইনজীবী তার অসুস্থতার কথা বলে কারাগারে তাকে চিকিৎসার আবেদন করেন। বিজ্ঞ আদালত জানিয়েছেন এটা তার এখতিয়ারাধীন নয়।

এর আগে, গত রোববার রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।