ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়ার দাবিতে আজ বুধবার সকাল ১০টায় শাহবাগে লংমার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
এর আগে গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে উল্লেখিত তিন দফা দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। অবরোধে বুয়েট শিক্ষার্থীদের পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ছিলেন।
অবরোধ চলাকালে গতকাল সন্ধ্যায় শাহবাগ মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রকৌশল অধিকার আন্দোলনের সহসভাপতি শাকিল আহমেদ।
তিনি বলেন, ‘আমরা আল্টিমেটাম দিচ্ছি, রাত ৮টার মধ্যে এসে আমাদের সঙ্গে বসে এই সমস্যার সমাধান করতে হবে আপনাদের। নইলে আমরা এর চেয়ে আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব।’ পরে এসব দাবি আদায়ে আজ সকালে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়।
শাকিল আহমেদ অভিযোগ করে বলেন, তারা ছয় মাস ধরে দাবি জানিয়ে এলেও সরকার এসব দাবি পূরণে কাজ করেনি। সে কারণে সরকার তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। এ সময় প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালি উল্লাহ জানান, তারা সারা দিন সচিবালয়ে থাকলেও কারও সঙ্গে বসতে পারেননি। এরপর তারা বাধ্য হয়ে শাহবাগ মোড় অবরোধ করেছেন।
সংবাদ সম্মেলনে শাকিল আহমেদ বলেন, রংপুরে প্রকৌশলী রোকনকে আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এটাই তাদের প্রথম দাবি। এ ছাড়া আগে তারা যে তিন দফা দাবি জানিয়েছেন, সেগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।
এদিকে রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড় অবরোধ করায় যানজটের ভোগান্তিতে পড়েন অফিস শেষে ঘরমুখী মানুষ। বেলা ৩টা থেকে অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, মৎস্য ভবন হয়ে শাহবাগ দিয়ে বিভিন্ন গন্তব্যে যেসব বাস চলাচল করে, সেগুলো শাহবাগ মোড়ে এসে ফিরে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যেসব যানবাহন শাহবাগ হয়ে বিভিন্ন গন্তব্যে যায়, সেসব যানবাহনকে শাহবাগ মোড় পার হতে দেওয়া হচ্ছে না। কাঁটাবন মোড় হয়ে শাহবাগের দিকে আসা গাড়িগুলো রাস্তায় আটকে আছে। যানজটের ভোগান্তিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এসব রাস্তায় চলাচলকারি মানুষ।
এর আগে গত সোমবার মধ্যরাতে বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ। তবে যমুনার পথে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেডের মুখে পরিবাগ মোড়ে অবস্থান নেন বুয়েট শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’সহ নানা স্লোগান দেন।
এ সময় প্রকৌশল খাতে তিন দফা সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন করার বিষয়েও তারা ১২ ঘণ্টার আল্টিমেটাম দেন। তবে এ দুই দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এরও আগে ন্যূনতম বিএসসি ডিগ্রি না হলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেওয়াসহ তিন দফা দাবিতে গত রোববার থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন বুয়েটের শিক্ষার্থীরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন