‘বেবিচকে স্বেচ্ছাচারিতা’ শিরোনামে গত বছরের ১৪ ডিসেম্বর দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম পাতায় প্রকাশিত সংবাদের জেরে অবশেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের সদস্য (প্রশাসন) আবু সালেহ মো. মহিউদ্দিন খাকে গত বৃহস্পতিবার বদলি করা হয়েছে। কিন্তু বেবিচক প্রশাসন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেনি। এদিকে বেবিচকের সদস্য প্রশাসনকে বদলি করায় বেবিচকের প্রশাসন শাখায় খুশির বন্যা বয়ে যাচ্ছে।
এদিকে সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল হককে (১৫৭৯৮) বেবিচকের নতুন সদস্য হিসেবে বদলি করা হয়েছে। এ-সংক্রান্ত গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদশক্রমে স্বাক্ষর করেছেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক। কিন্তু সদস্য (অর্থ) এস এম লাভলুকে এখনো বেবিচক থেকে বদলি করা হয়নি। তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে প্রধান উপদেষ্টা বরাবর অভিযোগ করা হয়েছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                    -20251031020255.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন