ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

ডিএসসিসি ও নার্সিং অধিদপ্তরের  মধ্যে সমঝোতা স্মারক 

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৮:৩২ এএম
ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্দিষ্ট নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মিডওয়াইফারি নেতৃত্বাধীন যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা বাস্তবায়ন নিশ্চিত করতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং ডিএসসিসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার নগর ভবনের বুড়িগঙ্গা সভাকক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (টঘঋচঅ) উদ্যোগে সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (ঝওউঅ) অর্থায়নে এবং জ্যাপাইগো বাংলাদেশের (ঔযঢ়রবমড়) অংশগ্রহণে সম্পন্ন এই চুক্তি ঢাকার নগর স্বাস্থ্যসেবায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সমঝোতা স্মারক অনুযায়ী, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নগর স্বাস্থ্যকেন্দ্রের মিডওয়াইফদের জন্য কারিগরি নির্দেশনা, প্রশিক্ষণ, কর্মশালা ও পেশাগত উন্নয়নের সুযোগ নিশ্চিত করবে। পাশাপাশি, জাতীয় নীতিমালা অনুযায়ী স্থায়ী মিডওয়াইফারি পদ সৃষ্টিতেও তারা সহায়তা করবে।

অন্যদিকে, ডিএসসিসি নগর স্বাস্থ্যসেবায় মিডওয়াইফদের সম্পৃক্ত করতে প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম ও প্রশাসনিক সহায়তা প্রদান করবে। এ ছাড়া, মিডওয়াইফদের সেবার মান ও সহায়তা উত্তরোত্তর বৃদ্ধিসহ নগরবাসীর জন্য মানসম্মত ও সুলভ স্বাস্থ্যসেবা গড়ে তুলতে কাজ করবে।

ডিএসসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পক্ষে সংস্থাটির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ার হোছাইন আকন্দ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় এবং মা ও শিশু মৃত্যুহার হ্রাসে এই সমঝোতা স্মারক নবদিগন্তের উন্মোচন করেছে।’ সিটি করপোরেশন এলাকায় নরমাল ডেলিভারি ও প্রসূতি সেবার প্রসারে এবং প্রান্তিক পর্যায়ে প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ডিএসসিসি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে সব স্বাস্থ্যকেন্দ্রে মিডওয়াইফারি সেবা চালু করা হবে। উল্লেখ্য, বর্তমানে ডিএসসিসির ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে সার্বক্ষণিক মিডওয়াইফারি সেবা প্রদান করা হচ্ছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসসিসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (অতি. দা.) ডা নিশাত পারভীন এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।