ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের আইনশৃঙ্খলা  পরিস্থিতির কিছুটা  অবনতি হয়েছে

রূপাল প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১২:৩৪ এএম
স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ‎সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এ কথা বলেছেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল, সম্প্রতি কয়েক দিনের ঘটনায় আমি বলব, সেটা কিছুটা খারাপের দিকে গেছে। আমরা চেষ্টা করছি, যাতে দ্রুতই আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়।’

গতকাল রোববার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনের সময় তিনি প্রশাসনের জন্য নানা নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে বিগত সরকারের আমলের বিতর্কিত নির্বাচন ভুলে যেতে পুলিশ সদস্যদের আহ্বান জানান তিনি। 

আগামী নির্বাচনে এসব পরিস্থিতি জনগণের অংশগ্রহণে বাধা সৃষ্টি করবে কি নাÑ এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন তাদের কেউ প্রতিহত করতে পারবে না। ভোটকেন্দ্রে যেতে জনগণকে বাধা দেওয়ার মতো শক্তি কারও নেই।’

এদিকে নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক দলের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। জনগণের আশা ও আকাক্সক্ষা পূরণের জন্য সর্বদা স্বচ্ছভাবে কাজ করার আহ্বান জানান তিনি।  

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ধৈর্য্য ধরে, মাথা ঠান্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সব বিষয় মোকাবিলা করতে হবে। যত স্বচ্ছভাবে কাজ করব, জনগণের আস্থা তত বেশি অর্জন করতে পারব। আশা করি, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন চাই আমরা। কিন্তু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। সবচেয়ে বড় অংশীদার রাজনৈতিক দল, তার পরে নির্বাচন কমিশন।’

তিনি অতীতের ২৪, ১৮ ও ২০১৪ সালের বাজে নির্বাচনের প্রক্রিয়ার অভিজ্ঞতা ভুলে গিয়ে সমাজ থেকে দুর্নীতি ও মাদক কমানোর ওপর জোর দেন। এ ছাড়া গণমাধ্যমকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, সরকারের সফলতা প্রচারিত হওয়ার চাইতে ব্যর্থতা বেশি তুলে ধরা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অপারেশন ডেভিলহান্ট এখনো চলমান। ফ্যাসিস্টদের তালিকা প্রত্যেক থানায় রয়েছে, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়াও নির্বাচনের আগে পুলিশে বদলি ও পোস্টিং লটারি পদ্ধতিতে করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী জানান, জুলাই-আগস্টের পর নতুনভাবে গঠিত পুলিশ বাহিনী এবার জাতীয় নির্বাচনের চূড়ান্ত পরীক্ষা দিবে। এ সময় পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন, এবারের নির্বাচন পুলিশের জন্য অগ্নিপরীক্ষা। চাপের মধ্যে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান আইজিপি।