ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

পুরোনো ভবনের ছাদ ভেঙে ঢামেক হাসপাতালে নারী রোগী আহত

মেডিকেল প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০১:৫২ এএম
ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ার স্থান। ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে পড়ে এক নারী রোগী আহত হয়েছেন। আহত সালমা বেগম (৩৮) বর্তমানে ওই ওয়ার্ডেই চিকিৎসাধীন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ২ সেপ্টেম্বর কান ফাটার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও বেড না পাওয়ায় বারান্দায় পাটি বিছিয়ে চিকিৎসা নিচ্ছিলেন সালমা বেগম নামের এক রুগী। এ সময় ছাদ থেকে খসে পড়া পলেস্তারা তার ডান পায়ে পড়ে আহত করে।

তার মেয়ে মনি বলেন, ‘সকালে খবর পাই, ছাদ ভেঙে পড়েছে। পরে এসে দেখি হাঁটুর ওপর পলেস্তারা পড়েছে। চিকিৎসকরা এসে দেখে গেছেন।’

পাশের বেডের এক রোগীর স্বজন ইয়াসিন আলী জানান, ‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে দেখি, সালমা বেগমের ওপর ছাদ ভেঙে পড়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, ‘ভবনটি ১৯৪৬ সালের নির্মিত এবং এটি বহুদিন ধরেই জরাজীর্ণ। এর আগেও এমন ঘটনা ঘটেছে।’

তবে এ বিষয়ে কেবিন ব্লকের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর বলেন, ‘এই ধরনের কোনো ঘটনার বিষয়ে আমার জানা নেই।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি বা পাঠানো বার্তার জবাব দেননি।