ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

বাঁকখালী খালে উচ্ছেদে বাধা  তিন মামলায় আসামি ১৬০০

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১২:৪৯ এএম
কক্সবাজার

কক্সবাজার শহরের বাঁকখালী খালে উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার ঘটনায় আরও একটি মামলা করেছে বিআইডব্লিউটিএ। এতে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও আইনজীবীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয় ১ হাজার জনকে।

গতকাল রোববার কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করেন বিআইডব্লিউটিএর জেলা কর্মকর্তা খায়রুজ্জামান। এতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদ, সিআইপি আতিকুল ইসলাম, আইনজীবী নেতা মনির উদ্দিন, পর্যটন উদ্যোক্তা হোছাইন আহমদ বাহাদুর ও যুবদল নেতা নাসির উদ্দিন বাচ্চুসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয় ১ হাজার জনকে।

এর আগে একই ঘটনায় আরও দুটি মামলা করে সংস্থাটি। এখন পর্যন্ত দায়েরকৃত তিন মামলায় প্রায় ১ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান।

গত ১ সেপ্টেম্বর থেকে বাঁকখালী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা অভিযানে অংশ নেন। তবে খালের সীমানা নির্ধারণ না করে বৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে অভিযোগ তুলে ক্ষুব্ধ জনতা। 

এতে কস্তুরাঘাটের সব বৈধ ও অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পর শহরের পেশকারপাড়া ও নুনিয়াছড়া এলাকায় উচ্ছেদ অভিযানে গেলে বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর লোকজন। এ নিয়েই একাধিক সংঘর্ষ ও মামলার ঘটনা ঘটছে বলে জানিয়েছে স্থানীয়রা।

কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ এই খাল উদ্ধার কার্যক্রম নিয়ে উত্তেজনা বাড়ছে প্রতিদিন। প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও এখন শঙ্কিত, কোথায় গিয়ে শেষ হবে এই উচ্ছেদ ও মামলার পাল্টাপাল্টি অধ্যায়।