সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১২:৪৯ এএম

বাঁকখালী খালে উচ্ছেদে বাধা  তিন মামলায় আসামি ১৬০০

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১২:৪৯ এএম

কক্সবাজার

কক্সবাজার

কক্সবাজার শহরের বাঁকখালী খালে উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার ঘটনায় আরও একটি মামলা করেছে বিআইডব্লিউটিএ। এতে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও আইনজীবীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয় ১ হাজার জনকে।

গতকাল রোববার কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করেন বিআইডব্লিউটিএর জেলা কর্মকর্তা খায়রুজ্জামান। এতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদ, সিআইপি আতিকুল ইসলাম, আইনজীবী নেতা মনির উদ্দিন, পর্যটন উদ্যোক্তা হোছাইন আহমদ বাহাদুর ও যুবদল নেতা নাসির উদ্দিন বাচ্চুসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয় ১ হাজার জনকে।

এর আগে একই ঘটনায় আরও দুটি মামলা করে সংস্থাটি। এখন পর্যন্ত দায়েরকৃত তিন মামলায় প্রায় ১ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান।

গত ১ সেপ্টেম্বর থেকে বাঁকখালী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা অভিযানে অংশ নেন। তবে খালের সীমানা নির্ধারণ না করে বৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে অভিযোগ তুলে ক্ষুব্ধ জনতা। 

এতে কস্তুরাঘাটের সব বৈধ ও অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পর শহরের পেশকারপাড়া ও নুনিয়াছড়া এলাকায় উচ্ছেদ অভিযানে গেলে বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর লোকজন। এ নিয়েই একাধিক সংঘর্ষ ও মামলার ঘটনা ঘটছে বলে জানিয়েছে স্থানীয়রা।

কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ এই খাল উদ্ধার কার্যক্রম নিয়ে উত্তেজনা বাড়ছে প্রতিদিন। প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও এখন শঙ্কিত, কোথায় গিয়ে শেষ হবে এই উচ্ছেদ ও মামলার পাল্টাপাল্টি অধ্যায়।
 

রূপালী বাংলাদেশ

Link copied!