রাজধানীর সরকারি ৭ কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) নতুন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে ৩০ অক্টোবর। ভর্তি কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ২৫ অক্টোবর। গতকাল সোমবার প্রস্তাবিত ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্তর্বর্তী প্রশাসক জানান, ১৫ সেপ্টেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি প্রক্রিয়া শেষ হবে ২৫ অক্টোবর। এরপর ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, ‘নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগের সিলেবাস ও কাঠামো অনুযায়ী পাঠদান করা হবে। অধ্যাদেশ বা নতুন বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করার পরে নতুন প্রক্রিয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সে অনুযায়ী অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালিত হবে।’
কবে নাগাদ প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দেওয়া হবে সে প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো তথ্য নেই। হয়তো কাজ চলছে।’
প্রসঙ্গত, গত ২২ ও ২৩ আগস্ট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চার বছরমেয়াদি অনার্স কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন করেন প্রায় ৭০ হাজার শিক্ষার্থী। এর বিপরীতে ২০২৪-২৫ সেশনে এ বিশ^বিদ্যালয়ে সব ইউনিট মিলিয়ে আসন রয়েছে ১১ হাজার ১৫০টি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন