বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে আজ (বুধ) ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতালের ঘোষণা দিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
এর আগে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী ট্রাফিক মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়। সমাবেশ থেকে টানা ৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মিলিত কমিটির কো কনভেনর এম এ সালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, বিএনপি নেতা সৈয়দ নাসির উদ্দিন মালেক।
বক্তারা বলেন, বাগেরহাটের একটি আসন কমিয়ে নির্বাচন কমিশন জনগণের আশা-আকাক্সক্ষার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনকে বিদায় করে দাবি আদায় করা হবে। এ সময় বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দেন তারা।
বক্তারা আরও বলেন, নির্বাচন কমিশন প্রক্রিয়ায় ৪টি আসনকে তিনটি করেছে এবং কাটা-ছাঁটা করে জগাখিচুড়ি পাকিয়েছে, তা নির্বাচন সীমানা নির্ধারণের আইনের ৬ ধারা পরিপন্থি। এতে বাগেরহাটবাসী ক্ষুব্ধ হয়েছে। আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব। বাগেরহাটের চারটি আসন বহাল থাকবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন