ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মাস্টারদা সূর্যসেন হলে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ৭৬৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ২১০ ভোট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার পর এ ফলাফল ঘোষণা করা হয়।
এ হলে কাদের ৬৪ ও উমামা ৬৪ ভোট পেয়েছেন।
এছাড়া জিএস পদে ফরহাদ ৫৬৮, হামিম ২৮৫ এবং বসু পেয়েছেন ১০৮ ভোট।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন