বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হওয়া ৩৪ বাংলাদেশিসহ ১৭৬ জন অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্য অভিবাসন বিভাগ। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তারা।
ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশের ৩৪ জন, ইন্দোনেশিয়ার ১১২ জন, পাকিস্তানের ৬ জন, কম্বোডিয়ার ১৩ জন, ভারতের ২ জন, ভিয়েতনামের ৫ জন, নেপালের ২ জন, থাইল্যান্ডের ১ জন এবং মিশরের ১ জন রয়েছেন। তাদের মধ্যে ১৩৬ জন পুরুষ ও ৪০ জন নারী। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৬০ বছর বলে জানানো হয় বিবৃতিতে।
গত সোমবার গ্রেপ্তার ব্যক্তিদের হুলু তেরেঙ্গানুর আজিল অভিবাসন ডিটেনশন ক্যাম্প থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ে যাওয়া হয়। অভিবাসন বিভাগ থেকে জানানো হয়, প্রত্যেক অভিবাসীকে দেশে ফেরতের আগে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং নিজ নিজ দেশের দূতাবাস থেকে নথিপত্র যাচাই করা হয়েছে। এ ছাড়া অপরাধের কারণে তাদের পুনরায় মালয়েশিয়ায় প্রবেশে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে তেরেঙ্গানুর আজিল অভিবাসন ডিপোতে আটকদের ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও নিয়মিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তেরেঙ্গানু অভিবাসন বিভাগ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন