কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যেসব নেতাকর্মী ঝটিকা মিছিল সংঘটিত করছে ও এর পেছনে অর্থায়ন করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মিছিল সংঘটিত ও অর্থায়ন করায় শনিবার ও রোববার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
সম্প্রতি ফেসবুকে একটি ফটোকার্ড ভাইরাল হয়। সেখানে বলা হয়, ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরতে পারলে প্রত্যেক পুলিশ সদস্যের জন্য ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিসি তালেবুর রহমান বলেন, পুরস্কারের বিষয়টি আমার জানা নেই। তবে স্বাভাবিকভাবে ডিএমপির কোনো সদস্য ভালো কাজ করলে সেই কাজ উৎসাহিত করা হয়। এ ক্ষেত্রে তাদের আর্থিকভাবে পুরস্কৃত করার প্রবিধান আইনিভাবে রয়েছে। কাজে উৎসাহিত করার জন্য তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করার বিধান রয়েছে এবং এটা আমরা আইনের ভেতরে থেকে নিয়মের মধ্যে করি। তবে বিশেষভাবে কোনো একটি বিষয়ে কাজের জন্য পুরস্কৃত করার বিষয়টি আমার জানা নেই।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীতে ডিএমপির ছয় শতাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। যেগুলো আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়। এর বাইরে গুলশান, বনানী, বারিধার ও নিকেতন সোসাইটি অংশে এলওসিসি (ল অ্যান্ড অর্ডার কমিউনেশন কমিটি) নিজস্ব উদ্যোগে প্রায় ১২০০ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেগুলো সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছে এবং অপরাধ নিয়ন্ত্রণে অনেকাংশে ভূমিকা রাখবে। দুটি মিলে সর্বসাকল্যে ২ হাজারের অধিক সিসিটিভি ক্যামেরা সক্রিয় রয়েছে। আমরা চেষ্টা করছি, আমাদের সিসিটিভি ক্যামেরার আওতা আরও বাড়ানোর জন্য, যা অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা পালন করবে।
আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের গ্রেপ্তার আট নেতাকর্মী হলোÑ নিষিদ্ধ ছাত্রলীগের গাজীপুরের কাজী আজিম উদ্দিন কলেজ শাখার ১নং যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর উপপ্রচার সম্পাদক কামরুল ইসলাম শাকিল (৩৪), ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আল ইত্তেহাদ রোহান (২৯), কুমিল্লা মুরাদনগর উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মো. ইয়াসিন আহমেদ রবিন (৩৫), কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি, বাগেরহাট জেলার মোংলা পৌরসভা শাখার সাবেক সদস্য মো. সজিব কাজী (৩৪), হাজারীবাগ থানা শাখার সাংগঠনিক সম্পাদক প্রভাত চৌধুরী (৩১), ৪৬নং গে-ারিয়া আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাসান (৩২), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক লাহুল হোসেন (৩১), আওয়ামী লীগের সমর্থক তানভীর রেজওয়ান ভূঁইয়া (৪৮)। এদের মধ্যে গ্রেপ্তার মো. ইয়াসিন আহমেদ রবিন ১৭ সেপ্টেম্বর ধানমন্ডি ২৭ নম্বরে যুবলীগের ঝটিকা মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী এবং ঝটিকা মিছিলে বিভিন্ন স্থান থেকে লোক সরবরাহ ও অর্থ সহায়তা দিতেন।