ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

পূজায় শ্রাবণের ‘প্রবাসীর দুঃখিনী বউ’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১২:৫৭ এএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাম্পান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে নাটক ‘প্রবাসীর দুঃখিনী বউ’। নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সাব উদ্দিন এবং রচনা ও পরিচালনা করেছেন সাব্বির আহমেদ শ্রাবণ।

নাটকটির গল্পে একজন প্রবাসীর স্ত্রীর কঠিন বাস্তবজীবনকে ফুটিয়ে তোলা হয়েছে। স্বামীর অনুপস্থিতিতে সমাজ ও পরিবারের নানামুখী সমস্যার মোকাবিলা, প্রতিদিনের সংগ্রাম এবং নিজের ভেতরের লড়াইকে কেন্দ্র করেই এগিয়েছে এর কাহিনি।

পরিচালক সাব্বির আহমেদ শ্রাবণ বলেন, ‘প্রবাসীদের পরিবারের অজানা কষ্ট ও সংগ্রামের দিকগুলো বাস্তবধর্মীভাবে উপস্থাপন করেছি। আশা করি, নাটকটি দর্শকের মনে গভীরভাবে দাগ কাটবে।’

নাটকটিতে অভিনয়ে করেছেন জাহিদ চৌধুরী, ইলা আহমেদ, মাসুদ আলম, সোহাগ বিশ্বাস, সাবিনা ইয়াসমিনসহ আরও অনেকে।

প্রযোজক মোহাম্মদ সাব উদ্দিন বলেন, এটি গল্পনির্ভর একটি নাটক, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে বলে আমি বিশ্বাস করি।’