ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

ট্রেনের ছাদে ছিনতাই

রেলওয়ে পুলিশের  অভিযানে গ্রেপ্তার ১

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ১২:২৩ এএম

রাজধানীতে ট্রেনের ছাদে ছিনতাইয়ের ঘটনায় ঢাকা রেলওয়ে ডিবি পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকুও উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার ঢাকা রেলওয়ে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইয়ের ঘটনায় জড়িত আলাউদ্দিন (১৯) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে রেলওয়ে ডিবি পুলিশ। গত ৪ অক্টোবর রাতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে থাকা যাত্রীদের চাকুর মুখে জিম্মি করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। গ্রেপ্তার আলাউদ্দিনের স্বীকারোক্তি ও দেওয়া তথ্যে তার ব্যবহৃত চাকুটি খিলগাঁও রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আলাউদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, একই ঘটনায় এর আগে আরেক ছিনতাইকারী নজরুলকে একটি লুণ্ঠিত মোবাইলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছিল। অন্য আসামি ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ।