কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভে প্রাইভেটকার ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ কে এম জিয়াউল করিম (৪৫) নামে এক পর্যটক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ইনানী ফায়ার সার্ভিস অফিসের সামনে কক্সবাজারগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-৮৩৭৩) ইনানীমুখী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় চট্টগ্রামের জালালাবাদ পশ্চিম খুলশী এলাকার মৃত আবদুল কাইয়ুমের ছেলে এ কে এম জিয়াউল করিম (৪৫) গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকার ও অটোরিকশাটি জব্দ করেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছি । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’