বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে মাটিরাঙ্গা পৌর বিএপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৭ অক্টোবর) মাটিরাঙ্গা পৌরসভার ৬ ও ৭নং ওয়ার্ডে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের মাঝে ৩১ দফার তাৎপর্য ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।
রাষ্ট্রকাঠামো মেরামতের লিফলেট বিতরণকালে তিনি বলেন, সম্প্রতি বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান প্রমাণ করেছেন তিনিই আগামীর নিরাপদ বাংলাদেশ গড়বেন।
তিনি প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করে ন্যায়বিচারের কথা বলেছেন।
এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত আশিষ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল আহমেদ, সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন চৌধুরী ও মাটিরাঙ্গা পৌর ছাত্রনেতা মো. শাহিন আলম ছাড়াও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ৩১ দফা সম্পর্কে সকলকে অবগত করেন এবং এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার জন্য আহ্বান জানান খোরশেদ।
তিনি বলেন, ফ্যাসিস্টরা গত ষোল বছরে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্র মেরামতে দেশনায়ক তারেক রহমান এই ৩১ দফা দিয়েছেন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। তিনিই আমাদের জন্য আগামীর নিরাপদ বাংলাদেশ গড়বেন।