ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

সিরিয়াকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০২:৪০ এএম
ছবি- সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে অংশ নেওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুটি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এর মধ্যে একটি আজ মঙ্গলবার (৭ অক্টোবর)হয়েছে। প্রথম ম্যাচেই বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে সিরিয়াকে।

বাংলাদেশ দুই অর্ধে একটি করে গোল করে। দুবাই থেকে নারী দলের মিডিয়া অফিসারের দেয়া তথ্য অনুযায়ী দুই গোলই আলপী আক্তারের।

ম্যাচের আয়োজক আরব আমিরাত ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক ফলাফল প্রদান করেনি৷ এজন্য বাফুফে গোলদাতা ও গোলের সময়ের তথ্য দিতে পারেনি।

বাংলাদেশ ৯ অক্টোবর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলবে। এই বছরের মার্চ উইন্ডোতে বাংলাদেশ সিনিয়র দল দুবাইয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল। সাবিনা, ঋতুপর্ণারা না থাকায় অনভিজ্ঞ দল নিয়ে বাটলার দুই ম্যাচই হেরেছিল। এবার সাইফুল বারী টিটু অ-১৭ দলকে জেতাতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।