জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়। গতকাল মঙ্গলবার দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট এনসিটিবির বিভিন্ন দপ্তর পরিদর্শন ও প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনা মূল্যের পাঠ্যবই মুদ্রণে নানা অনিয়ম সংঘটিত হয়েছে। বিশেষ করে নিম্নমানের কাগজ ব্যবহার, মুদ্রণ মানের ঘাটতি, বাঁধাই ত্রুটি এবং কিছু মুদ্রণ প্রেসের মালিকদের সঙ্গে অসাধু যোগসাজশের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা মিলেছে।
সংগৃহীত রেকর্ডপত্রগুলো পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।