রাজধানীর মহাখালী এলাকায় গ্যাস না থাকার প্রতিবাদে স্থানীয়রা ওয়্যারলেস গেটের সামনে সড়ক অবরোধ করেছেন। এতে আমতলী থেকে গুলশান-১ পর্যন্ত উভয়মুখী যান চলাচল বন্ধ থাকে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাস সরবরাহের দাবিতে তারা সড়কে অবস্থান নেন। ফলে সকাল থেকেই ওই রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভুক্তভোগীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে দ্রুত যান চলাচলে বিঘœ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা হয়।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া বলেন, স্থানীয়রা গ্যাস সংযোগ স্বাভাবিক করার দাবিতে সড়কে অবস্থান নেন। এতে ওই রুটে দুপুর পর্যন্ত যানজট তৈরি হয়। এ সময় জরুরি প্রয়োজনে যাত্রী ও চালকদের বিকল্প রুট ব্যবহার করতে অনুরোধ জানানো হয়।
গুলশান ট্রাফিক বিভাগের বিকল্প রুট নির্দেশনা: গুলশান-১ থেকে আমতলীগামী যাত্রীরা বিকল্প হিসেবে পুলিশ প্লাজা রুট ব্যবহার করেন। আমতলী থেকে গুলশান-১ মুখী যাত্রীরা উত্তরে গিয়ে ইউটার্ন নিয়ে কাকলী হয়ে গুলশান-২ রুট ব্যবহার করেন। তারপরও যানজটে নাকাল হয়েছেন সাধারণ মানুষ।