চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকায় শ্রমিকদের বিক্ষোভের মুখে প্যাসিফিক গ্রুপের আটটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মালিক পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বন্ধঘোষিত কারখানাগুলো হলোÑ প্যাসিফিক জিন্স-১, প্যাসিফিক জিন্স-২, প্যাসিফিক অ্যাটায়ারস, প্যাসিফিক অ্যাক্সেসরিজ, প্যাসিফিক ওয়ার্কওয়্যারস, ইউনিভার্সেল জিন্স, এইচটি ফ্যাশন এবং জিন্স-২০০০।
প্যাসিফিক গ্রুপের চিফ অপারেটিং অফিসার সুহৃদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার শ্রমিক বিক্ষোভের পর প্রথমে ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে রাতে মালিক পক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত শনিবার থেকে কার্যকর হবে।
গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইপিজেডের বিভিন্ন সেক্টরে প্যাসিফিক গ্রুপের কারখানাগুলোর সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন বন্ধ হয়ে যায়। এমনকি কিছু কর্মকর্তাকে মারধরের অভিযোগও ওঠে।
প্যাসিফিক গ্রুপের একজন কর্মকর্তা জানান, গত কয়েক দিন ধরে শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। বৃহস্পতিবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এবং অনেক কর্মকর্তা শারীরিকভাবে লাঞ্ছিত হন। রাতে আমাদের কাছে ছুটির নোটিশ পাঠানো হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন