গণমাধ্যম পেশাজীবীদের সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) আয়োজিত ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছে দৈনিক রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার শাওন সোলায়মান এবং মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) গিয়াস উদ্দিন ইমন। ‘প্রযুক্তি’ বিভাগে ‘প্রিন্ট/অনলাইন’ ক্যাটাগরিতে শাওন সোলায়মান এবং জুরি স্পেশাল বিভাগে ‘কবিতায় উৎকর্ষ’ ক্যাটাগরিতে গিয়াস উদ্দিন ইমনকে এই পুরস্কার দেওয়া হয়। গত শনিবার রাতে রাজধানীর গুলশানস্থ লেকশোর হাইটস হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
শাওন সোলায়মান দীর্ঘদিন যাবৎ দেশের মূলধারার গণমাধ্যমে তথ্যপ্রযুক্তি, টেলিকম এবং সিটি করপোরেশন বিটে প্রতিবেদক হিসেবে কাজ করছেন। এসব বিষয়ে বিভিন্ন সময় তার সাড়া জাগানো প্রতিবেদন রয়েছে। সম্প্রতি তিনি রাশিয়ার ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল সচিবালয়ের আমন্ত্রণে ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি ২০২৫’ এবং জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যথাক্রমে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে, গিয়াস উদ্দিন ইমন দেশের পত্রিকা জগতে একজন অভিজ্ঞ বিক্রয় ও বিপণন পেশাজীবী হিসেবে কর্মরত আছেন।
গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. তৃণা ইসলাম এবং ফয়সাল তিতুমীরের সঞ্চালনায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, ‘বর্তমান সময়ে বেশির ভাগ পাঠক এবং দর্শক ডিজিটাল মাধ্যমে সংবাদ গ্রহণ করছেন। কেউ হয়তো ফেসবুকে সংবাদ পড়ছেন বা রিলস দেখছেন বা ইউটিউবে শর্টস ভিডিও থেকে সংবাদ দেখছেন। এখন আবার ‘ফটোকার্ড’-এর মাধ্যমেও সংবাদ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। তাদের একটা কনটেন্ট মুহূর্তের মধ্যে অনেক বড় অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে। এই কাজগুলো করছেন ডিজিটাল মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা। তাদের সম্মানিত করছে ডিজিটাল মিডিয়া ফোরাম। আমার বিশ্বাস, এই সংগঠন আরও উন্নতি করবে এবং দেশে আরও পেশাদার সাংবাদিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এ বিষয়ে ডিএমএফের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ডিজিটাল মিডিয়া ফোরাম দ্বিতীয়বারের মতো ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ আয়োজন করল, যা বাংলাদেশের অনুপ্রেরণাদায়ক সাংবাদিক, মিডিয়াকর্মী ও উদ্ভাবকদের স্বীকৃতি জানাতে এক মহোৎসব। এই মর্যাদাপূর্ণ আয়োজনে সাংবাদিকতা, উদ্ভাবন ও মিডিয়া সৃজনশীলতায় অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সম্মান জানানো হয়, যাদের কাজ সমাজে স্থায়ী ইতিবাচক প্রভাব ফেলেছে। এই সম্মাননায় ডিএমএফ আবারও প্রমাণ করেছে যে বাংলাদেশের সাংবাদিকতা শুধু সংবাদ প্রচার নয়Ñ এটি প্রযুক্তি, সৃজনশীলতা ও দায়িত্বশীলতার সমন্বয়ে সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার।
দ্বিতীয়বারের মতো আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দৈনিক রূপালী বাংলাদেশের শাওন সোলায়মান এবং গিয়াস উদ্দিন ইমনের পাশাপাশি ফিচার নিউজ বিভাগে বৈশাখী টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার তন্ময় উদ্দৌলাহ (টিভি-মাল্টিমিডিয়া), ঢাকা পোস্টের বিনয় দত্ত (অনলাইন) এবং জাগোনিউজের সফিকুল ইসলাম তুষার (মাল্টিমিডিয়া); সামাজিক প্রভাব বিভাগে ৭১ টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার ফরোক হোসেন মজুমদার, ক্রীড়া বিভাগে চ্যানেল আইয়ের ক্রীড়া প্রতিবেদক আবু রায়হান ইফাত, বিনোদন বিভাগে দৈনিক আমাদের সময়ের কুদরাত উল্লাহ ও দ্য ডেইলি সানের জাহিদুল ইসলাম; আলোচিত সংবাদ বিভাগে গ্লোবাল টিভির ইমরান হক (মাল্টিমিডিয়া), দৈনিক নতুন সংবাদের খান শান্ত (পরিবহন খাত), বার্তা২৪ ডটকমের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সিফাত রানা (অনলাইন) এবং ‘এখন’ টিভির আসিফ ইকবাল (টিভি-অনলাইন); অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগে ঢাকা মেইলের মোস্তফা ইমরুল কায়েস (অনলাইন) এবং দৈনিক কালবেলার জাফর ইকবাল (প্রিন্ট/অনলাইন); মফস্বল সাংবাদিকতা বিভাগে এনটিভির পাবনা জেলা সংবাদদাতা পলাশ হোসেন (মাল্টিমিডিয়া) এবং দৈনিক কালবেলার মেহেরপুর জেলা সংবাদদাতা খান মাহমুদ আল রাফি (প্রিন্ট/অনলাইন); পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তন বিভাগে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের এস কে সাগর, প্রযুক্তি বিভাগে ঢাকা পোস্টের আরিফুল ইসলাম আরমান (অনলাইন), অসাধারণ সোশ্যাল মিডিয়া ভিজিবিলিটি বিভাগে নিউজ২৪-এর মাল্টিমিডিয়া রিপোর্টার শারমিন পারভিন (টিভি) এবং দৈনিক যুগান্তরের ওয়ালিউল হাসানাত (প্রিন্ট); অসাধারণ মৌলিক সৃষ্টিকর্ম বিভাগে দৈনিক করতোয়ার সামেউল আলিম (প্রিন্ট), প্রবাস সাংবাদিকতা বিভাগে সৌদি আরবের রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম (মাল্টিমিডিয়া), চায়না করেসপন্ডেন্ট মাহির দিয়ান মাহদি (প্রিন্ট) এবং কানাডার টরন্টো প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মজিদ সুজন (অনলাইন) এবং জুরি স্বীকৃত বিশেষ বিভাগে গ্লোবাল টিভির আব্দুল খালেক পুরস্কার অর্জন করেন।
জুরি বোর্ডের সদস্যরা হলেনÑ ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম, ঢাকা বিজনেসের সম্পাদক উদয় হাকিম, মাই টিভির অনলাইন অ্যান্ড প্রোগ্রামের সম্পাদক বদরুল আলম নাবিল, বাংলা ৫২ নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক কাজী আওলাদ হোসেন, প্রথম আলোর ডিজিটাল বিজনেস ডেভেলপমেন্টের এজিএম রুহুল আমিন রনি, দৈনিক ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান মিজানুর রহমান সোহেল, দৈনিক আমাদের সময়ের অনলাইন বিভাগের প্রধান মইন বকুল, দৈনিক ইত্তেফাকের হেড অব ডিজিটাল সরাফাত হোসেন, চ্যানেল ২৪-এর হেড অব ডিজিটাল মিডিয়া রাজীব খান, দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ, আরটিভির হেড অব ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়ার এম এ এইচ এম কবির আহম্মেদ, দৈনিক আজকের পত্রিকার হেড অব ডিজিটাল সেলস সিরাজুল ইসলাম সুমন, দৈনিক সমকালের অনলাইন ইনচার্জ গৌতম ম-ল, দীপ্ত নিউজের অনলাইন ইনচার্জ মাসুদ বিন আব্দুর রাজ্জাক, ডিজিটাল বিজ্ঞাপনী সংস্থা অ্যাডফিনিক্সের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লুৎফী চৌধুরী এবং দি বিজনেস ডেইলির হেড অব অপারেশনস ডা. তৃণা ইসলাম।

