রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড ছিটকে পথচারী নিহতের ঘটনায় গতকাল রোববার রেল চলাচল সাময়িক বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পাশাপাশি দুর্ঘটনার কারণে বিভিন্ন সড়কে চলাচলরত গণপরিবহনগুলোতে এ সময় যাত্রীর চাপও বেড়ে যায়। অন্যদিকে সড়কগুলোতে যানবাহনের চাপ বেশি হওয়ায় তীব্র যানজট দেখা দেয়। জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয়ের সামনে থেকেই যানজটের শুরু হয়, যা মৎস্য ভবন মোড়, শাহবাগ ও ফার্মগেটে গিয়ে ঠেকে।
গতকাল বিকেলে সরেজমিন দেখা যায়, সচিবালয় মেট্রো স্টেশন অর্থাৎ প্রেসক্লাবের সামনে একদিকে মেট্রোরেল বন্ধ থাকায় বিপুল যাত্রীর অপেক্ষা, অন্যদিকে সড়কের অর্ধেকের বেশি জায়গাজুড়ে বিভিন্ন সংগঠন মিছিল-সমাবেশ করছে। এ কারণে দেখা দেয় তীব্র যানজট। এ পথে চলাচলকারী উত্তরা ও মিরপুরগামী যাত্রীরা পড়েন চরম বিপাকে।
মেট্রোরেল চলাচল পথের বিভিন্ন স্টেশনের যাত্রীরাও এ সময় একই কারণে বিপাকে পড়েন। ভুক্তভোগী কয়েকজন জানান, তারা মেট্রোরেল বন্ধের বিষয়টি জানতেন না। ফার্মগেটে স্টেশনে এসে দেখেন দুই পাশ দিয়ে ওপরে ওঠার সিঁড়ির শাটার ও গেট বন্ধ করে দেওয়া হয়েছে। কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেলের চলাচল সাময়িক বন্ধ লেখা বিজ্ঞপ্তি ঝুলানো।
মেট্রোতে উঠতে না পেরে এদের অনেকে পরে গাদাগাদি করে ভিড়ের বাসে উঠেন। তবে এতেও দুর্ভোগের যেন শেষ ছিল না। কারণ অতিরিক্ত যাত্রীর চাপ ও সড়কের বড় অংশ দখলে থাকায় বেশির ভাগ যানবাহনকে ধীর গতিতে চলতে হয়। উত্তরা দিয়াবাড়ী যাওয়ার উদ্দেশে বের হওয়া গৃহবধূ হালিমা ইয়াসমিন জানান, তিনি নিয়মিত মেট্রোরেলে যাতায়াত করেন। তবে আজ (গতকাল) মেট্রোরেল বন্ধ থাকার বিষয়টি জানতেন না। ফার্মগেট স্টেশনে এসে শোনেন মেট্রোরেল বন্ধ থাকবে। তাই বাধ্য হয়ে বাসে রওনা দিয়েছেন। কিন্তু ২০ মিনিটেও তিনি প্রেসক্লাব পার হতে পারেননি। মিরপুরগামী শিকড় পরিবহনের যাত্রী নুরে আলম বলেন, ‘কত ঘণ্টা পর গন্তব্যে যেতে পারব তার নিশ্চয়তা নেই।’
মিরপুর থেকে মতিঝিলমুখী যাত্রীরাও পড়েন বিপাকে। অনেকের দৈনন্দিন যাত্রার ভরসা এখন মেট্রোরেল। তাই সেভাবে সময় নির্ধারণ করে ঘর থেকে বেরিয়ে পড়েন সীমাহীন দুর্দশায়। পল্লবী বাসস্ট্যান্ডে ব্যবসায়ী আমিন উদ্দিন বলেন, ‘১ ঘণ্টা হাতে রেখে বের হয়েছিলাম, মতিঝিল থেকে কিছু পণ্য আনব। কিন্তু মেট্রো চলাচল বন্ধ। বাসে বা সিএনজিতে গেলেও সন্ধ্যার আগে পৌঁছাতে পারব কি না জানি না। জায়গায় জায়গায় দেখব সড়ক অবরুদ্ধ হয়ে আছে, শাহবাগে বা প্রেসক্লাবে।’
এর আগে গতকাল দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ওই দুর্ঘটনা ঘটে। দুপুর ২টা ৬ মিনিটে ডিএমটিসিএলের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। যাত্রীদের চলাচলে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’

