ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

৩০ নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০১:২৩ এএম

দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তথা স্কুল, কলেজ ও মাদ্রাসা পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ৩০ নভেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সম্পন্ন করার দাবি জানিয়েছে অভিভাবকদের সংগঠন ‘অভিভাবক ঐক্য ফোরাম’।

গতকাল রোববার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্রাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।

সংবাদ সম্মেলনে সভাপতি দুলু বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী দেশের প্রায় সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করা হয়েছে। এখন নির্বাচনের তারিখসহ তপশিল ঘোষণা করলেই ছুটির দিন শুক্রবার বা শনিবার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। মেয়াদোত্তীর্ণ এডহক কমিটি জেলা প্রশাসকের অধীনে নির্বাচন আয়োজন করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

এডহক কমিটি বাতিল করে জেলা প্রশাসককে দায়িত্ব দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে গভর্নিং বডি নির্বাচন করার জোর দাবি জানিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে বার্ষিক পরীক্ষার আগে বা মধ্যে ছুটির দিনে নির্বাচন আয়োজন করলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীর পাঠদানে ও পরীক্ষায় কোনো প্রতিবন্ধকতা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে বিঘœ ঘটবে না বলে সংবাদ সম্মেলনে বলা হয়। এ সময় সংগঠনটির নেতারা সভাপতি পদে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন দাবি করেন।

সংবাদ সম্মেলন শেষে সংগঠনের নেতারা সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি পেশ করেন। এ সময় শিক্ষাসচিব অভিভাবক ফোরামের নেতাদের আশ্বস্ত করে বলেন, আইনি জটিলতা মোকাবিলা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।