ঝালকাঠির নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. ফারুক হোসেনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা অপর আসামিরা হলেনÑ মো. রুবেল, মো. খোকন, মো. সাগর, মো. শান্ত।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ডিবি-ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর ভাটারা থানাধীন এলাকা থেকে রুবেল, খোকন, সাগর ও শান্তকে গ্রেপ্তার করে। এরপর গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে ডিবি-গুলশান বিভাগের একটি দল সবুজবাগের বাসাবো এলাকা থেকে সাবেক ভারপ্রাপ্ত মেয়র ফারুক হোসেনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে মিছিল ও সংগঠিত কার্যক্রম পরিচালনা করতেন। এ ছাড়া তারা ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠনের ব্যানারেও মিছিলে অংশ নিতেন বলে জানিয়েছে ডিবি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

