মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে চট্টগ্রাম ফুটবল টিমের নতুন জার্সি উন্মোচন করেছে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিডিএফএ) নির্বাহী সদস্য জসীম আহমেদ। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক আহমেদ আশফাকুর রহমানের সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম ইশতিয়াক উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন ফুটবল কমিটির সিনিয়র কো-চেয়ারম্যান শিহাব মালেক, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আবছারুল হক, ইঞ্জিনিয়ার এস এ এম তৌফিকুল আলম, মো. আমজাদুল আহসান, খন্দকার তারিকুল ইসলাম তারেক, কোষাধ্যক্ষ আয়াজ ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান হাসান অভি, সফিউল হোসাইন চৌধুরী, মো. নাসির উদ্দিন, সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাহিদুজ্জামান কিরন, ফয়সাল মাহমুদ, মো. সাদ উদ্দীন চৌধুরী, দলের কোচ নাজিম উদ্দিন নাজু, সহকারী কোচ শওকত খান এবং টিম ম্যানেজার মো. ইফতিয়ার উদ্দিন সুমন প্রমুখ।
মেয়র চ্যালেঞ্জ কাপ সামনে রেখে দলটির খেলোয়াড়দের মানোন্নয়ন, কৌশলগত প্রস্তুতি এবং লক্ষ্য সম্পর্কে বক্তব্য দেন বক্তারা। তারা আশা প্রকাশ করেন, নতুন মৌসুমে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরবে।

