ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

প্রাণনাশের হুমকি পেলেন চিত্রনায়িকা পপি, মামলার প্রস্তুতি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০২:৪১ এএম

পারিবারিক দ্বন্দ্বে আবারও শিরোনামে একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। এবার তিনি এনেছেন প্রাণনাশের হুমকির অভিযোগ। নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। পপিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে। একের পর এক তাকে হত্যার হুমকি দিচ্ছেন বলে দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন পপি। পারিবারিক বিরোধ ও সম্পত্তির জেরে এই অভিনেত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

গত ১৯ নভেম্বর পপির বড় চাচা কবির হোসেন মারা যান। লাগাতার প্রাণনাশের হুমকির কারণে তাকে দেখতে যেতে পারেননি পপি। আক্ষেপ জানিয়ে তিনি বলেন, ‘চাচার মৃত্যুর খবর শুনে খুলনা যাওয়ার প্রস্তুতি নেই। এ কথা জেনে তারেক আমাকে প্রাণনাশের হুমকি দেয়। নিরাপত্তার কথা চিন্তা করে খুলনা যাইনি। বছরখানেক ধরে আমার সঙ্গে এভাবেই চলছে।’

চিত্রনায়িকা পপি বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন। তিনি প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘বিষয়টি নিয়ে এর আগে একটি সাধারণ ডায়েরি করেছিলাম। সম্প্রতি যে ঘটনা ঘটেছে তার জন্য দ্রুত মামলার দিকে এগোচ্ছি।’

পপির অভিযোগ, চাচা কবির হোসেনের কাছ থেকে ২০০৭ সালে জমি ক্রয় করেছেন তিনি। তার দলিল থাকা সত্ত্বেও তা ভোগ করতে পারছেন না। অথচ সেই জমি দখলে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক আহমেদ চৌধুরী। জমি ভোগ করতে গেলে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। বিগত সরকারের সময় নিজের সম্পত্তি বুঝে নিতে গেলে নানাভাবে হুমকি দেওয়া হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে। পটপরিবর্তনের পর বিএনপির নেতাদের সঙ্গে সখ্যতা করে একই কাজ করছে। এমনকি খুলনার মাটিতে গেলে আর বেঁচে ফিরতে পারব না বলে আমাকে তারেক হুমকি দিচ্ছে।

অভিযোগ প্রসঙ্গে জানতে তারেক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা নেই। বরং পপি অন্য ভাই-বোনদের জমি নেওয়ার জন্য আমাদের নামে মিথ্যাচার করছেন।’ শুধু পপিকেই নয়, এর আগে তার আরেক চাচা মিয়া বাবর হোসেনকেও নানা সময়ে হুমকি দেওয়ার অভিযোগ তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে। এ নিয়ে চলতি বছরের জুলাই মাসে অভিযুক্ত তারেকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলনও করেন তিনি।