ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

নরসিংদীতে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০২:৪৪ এএম

নরসিংদীতে বিচার বিভাগ কর্তৃক সিভিল রুলারস অ্যান্ড অর্ডারস ও ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস (প্রাকসটিস অ্যান্ড প্রসিডিওর অব সাবওরডিঅ্যান্টস কোর্টস)-২০০৯ এর ৪৮০ অনুযায়ী বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকালে জেলা জজ আদালত ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক শেখ হুমায়ূন কবীর। এ সময় নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক মুহাম্মাদ আলী আহসান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ লুৎফর মজিদ নয়ন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুল বাছেদ ভূঁইয়া, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, জেল সুপার মো. তারেক কামাল, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আ. মান্নান ভূঁইয়া ও জেলা প্রশাসকের প্রতিনিধিসহ স্থানীয় বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে আগত অতিথিরা দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার নিষ্পত্তি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তিকরণ, পারিবারিক মামলায় লেভি ওয়ারেন্ট, সাজা পরোয়ানা তামিল, ফৌজদারি মামলার তদন্ত প্রতিবেদন, গ্রেপ্তারি ও ক্রোক পরোয়ানা তামিল, ফৌজদারি মামলায় সাক্ষী হাজিরা নিশ্চিতকরণ, জারি মোকদ্দমার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, জব্দকৃত আলামত সংরক্ষণ ও নিষ্পত্তিকরণ, ময়নাতদন্তের প্রতিবেদন ও জখমি সনদপত্র, অগ্রাধিকারভিত্তিতে দেওয়ানি ও ফৌজদারির পুরাতন মামলাগুলো নিষ্পত্তির উপায় উদঘাটনসহ আদালতে নিরাপত্তা নিশ্চিতকরণসমূহ নিয়ে বক্তব্য রাখেন।