প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলভিত্তিক কাঠামো বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভে অংশগ্রহণকারী উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী তানজিল হাসান বলেন, ‘স্কুলভিত্তিক কাঠামো বাস্তবায়িত হলে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক বিলুপ্তি হবে। এতে ঢাকা কলেজের দীর্ঘদিনের ঐতিহ্য ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইনে শুধু উচ্চ মাধ্যমিকই ঝুঁকিতে নেই, ঢাকা কলেজের স্বকীয়তা ও গৌরবময় ইতিহাস মুছে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি জাতীয় প্রতিষ্ঠান।’
আরিফুল ইসলাম নামের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলেন, ‘ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক পড়ার স্বপ্ন নিয়ে আমরা এখানে এসেছি। এখানে উচ্চ মাধ্যমিক বিলুপ্তি মানে দেশের লাখ লাখ শিক্ষার্থীর জন্য একটি প্রেরণার উৎসকে হারানো।’
তিনি আরও বলেন, ‘একই সঙ্গে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করতে গিয়ে ঢাকা কলেজের বিদ্যমান কাঠামো ও দুই বছরের মেয়াদি উচ্চ মাধ্যমিক ক্ষতিগ্রস্ত হবে, সেটিও মেনে নেওয়ার সুযোগ নেই।’
এদিকে নির্ধারিত সময়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু না হওয়ায় বিক্ষোভ করেছেন ঢাকার সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা মিরপুর সড়কের সায়েন্সল্যাব মোড় কিছু সময় অবরোধ করেন।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস গতকাল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখনো বিশ্ববিদ্যালয়টির অধ্যাদেশ চূড়ান্তই হয়নি।
এদিকে গতকাল রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন