ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০১:০৩ এএম

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়ারা গুলি করে জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে। নিহত জামাল উদ্দিন উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে।

জানা যায়, শনিবার রাতে কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে যান জামাল উদ্দিন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতের কোনো এক সময়ে সীমান্তের ভেতরেই তাকে গুলি করা হয়। পরে বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে তার গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে।

গত শনিবার রাতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গতকাল রোববার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কানাইঘাট থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) দূর্গা কুমার ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে সীমান্ত এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ভোর ৪টার দিকে থানায় নিয়ে আসে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।