ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

অপহরণ নাটক সাজিয়ে বউয়ের কাছ থেকে মুক্তিপণ আদায়

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০১:৩৬ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জাপাড়া এলাকায় রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে এক কথিত অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। পরে জানা যায়, তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছিলেন। গত শনিবার রাত ১১টা ৪০ মিনিটের সময় টেকনাফ মডেল থানার ওসি জায়েদ নূর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত শনিবার রাতে হাটহাজারী মডেল থানায় জিডি নং ১৪৮৫-এর ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চার ঘণ্টার অভিযানে চট্টগ্রামের হাটহাজারীর ভিকটিম মো. আবু হানিফ (৫৫) কে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তিনি সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুরাবুইজ্জাপাড়ায় তার দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়িতে লুকিয়ে ছিলেন।

ওসি জানান, জিজ্ঞাসাবাদে আবু হানিফ স্বীকার করেন গত ১৩ নভেম্বর সকালে নিজের বাড়ি হাটহাজারীর চারিয়া কাজীপাড়া থেকে বের হয়ে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে যান। প্রথম স্ত্রীকে না জানিয়ে তিনি সম্প্রতি কুরাবুইজ্জাপাড়ার নুরুল হাকিমের বিধবা মেয়ে সানজিদা বেগমকে (৩৫) দ্বিতীয় বিয়ে করেন। পারিবারিক কলহ ও দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবনে অশান্তির কারণে তিনি দ্বিতীয় বিবাহসহ আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজান।

মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তিনি পরিকল্পিতভাবে নিজের হাত পা শ্যালক কাসিমকে দিয়ে বেঁধে সমুদ্রপাড়ের ঝাউবাগানে গাছের সঙ্গে বেঁধে ভিডিও ধারণ করান। ধারণকৃত ভিডিওটি পরিবারের কাছে পাঠিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। উদ্ধারকালে তার কাছে ভিডিওসহ দুটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড পাওয়া যায়।

পুলিশ জানায়, মুক্তিপণের অর্থ পেলেই দ্বিতীয় স্ত্রী ও সৎ দুই সন্তানকে নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমানোর পরিকল্পনা ছিল আবু হানিফের। অভিযানের নেতৃত্বে দিয়েছেন ওসি তদন্ত কর্মকর্তা হিমেল বড়ুয়া, অপারেশন কামাল হোসেন। উদ্ধারের পরে তাকে তার সহোদর ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে এবং বিষয়টি হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও বলা হয়েছে।